Jokhon Tuntuni Tokhon Chotacchu Pdf Download

"যখন টুনটুনি তখন ছোটাচ্চু লেখক মুহম্মদ জাফর ইকবাল" বইয়ের ফ্লাপে লেখা কথা টুনি স্কুলের বারান্দায় বসে মাঠে ছেলেমেয়েদের দৌড়াদৌড়ি করে খেলতে দেখছিল। তার বয়সী ছেলেমেয়েরাই সবচেয়ে বেশি কিন্তু টুনি তাদের মাঝে নেই। কীভাবে কীভাবে জানি তার মাঝে একটা বড় মানুষ বড় মানুষ ভাব চলে এসেছে, তাই সে আর তার বয়সী ছেলেমেয়েদের সাথে। মাঠে দৌড়াদৌড়ি করতে পারে না। টিফিনের ছুটিতে বারান্দায় বসে বসে তাদের খেলতে দেখে--মাঝে মাঝে মনে হয় সেটাতেই বুঝি মজা বেশি। সূচিপত্র* গুটলু
* ফার্স্টবয়
* সাপ
* হারানাে চিঠি
* জয়ন্ত কাকুর পেইন্টিং
* কক্সবাজার
ভূমিকা একটি রােগ যখন দীর্ঘস্থায়ী হয়ে যায় তখন আমরা সেটাকে বলি ক্রনিক রােগ! টুনটুনি এবং ছােটাচ্চুকে নিয়ে লেখালেখি দেখে মনে হচ্ছে এটাও বুঝি ক্রনিক রােগে রূপ নিচ্ছে। প্রত্যেক বছরই একটা করে বই লেখা হচ্ছে। এর পেছনে নিজের ইচ্ছা যেটুকু কাজ করছে পাঠকের চাপ কাজ করছে তার থেকে অনেক বেশি। আমাকে স্বীকার করতেই হবে কমবয়সী পাঠকেরা এই বইটি লেখা নিয়ে আমাকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে। পরের বইয়ের নাম কী হতে পারে তারা সে ব্যাপারে নানা রকম পরমর্শ দিয়ে যাচ্ছে। তবে বইয়ের নাম নিয়ে পরামর্শ না দিয়ে কী নিয়ে লিখব সেই ব্যাপারে পরামর্শ দিলে আমার অনেক উপকার হতাে কারণ মনে হচ্ছে সম্ভাব্য সব বিষয় নিয়ে এর মাঝে লিখে শেষ করে ফেলেছি! ভাগ্যিস টুনটুনি এবং ছােটাচ্চু কাল্পনিক চরিত্র, তা না হলে আমার উৎপাতে তারা এতদিনে দেশ ছেড়ে পালিয়ে যেতাে!

Title যখন টুনটুনি তখন ছোটাচ্চু
Author মুহম্মদ জাফর ইকবাল
Publisher অনুপম প্রকাশনী
ISBN 9789849374350
Edition 2nd Printed, 2019
Number of Pages 136
Country বাংলাদেশ
Language বাংলা

Muhammod Zafar Iqbal

মুহম্মদ জাফর ইকবাল

বাংলাদেশের কিশোর-কিশোরী পাঠকদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম মুহম্মদ জাফর ইকবাল। তিনি মূলত এ দেশের একজন বিখ্যাত লেখক, পদার্থবিদ এবং শিক্ষাবিদ। কিশোর সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গণিত বিষয়ক বই এর জন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা লাভ করেন তিনি। মুহম্মদ জাফর ইকবাল ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। মুক্তিযোদ্ধা বাবা ফয়জুর রহমানের চাকরির সুবাদে দেশের বিভিন্ন জেলাতেই তিনি পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে পিএইচডি ডিগ্রী অজর্নের উদ্দেশ্যে স্কলারশিপ নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে। পিএইচডি সম্পন্ন করে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পোস্ট-ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। পরবর্তীতে বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ ল্যাবেও গবেষক হিসেবে যোগদান করেন। ১৯৯৪ সালে দেশে ফিরে এসে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। মুহম্মদ জাফর ইকবাল এর বই সবসময়ই এ দেশের কিশোর-কিশোরীদের কাছে বিশেষ আবেদন নিয়ে হাজির হয়েছে। কিশোর সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, বিজ্ঞান ও গণিত বিষয়ক অজস্র গ্রন্থ দিয়ে তিনি আলোকিত করে তুলেছেন এদেশের অগণিত কিশোর-কিশোরীর মনোজগত। মুহম্মদ জাফর ইকবাল এর বই সমূহ, যেমন- দীপু নাম্বার টু, আমার বন্ধু রাশেদ, আমি তপু, শান্তা পরিবার, দস্যি ক'জন ইত্যাদি ব্যাপক পাঠকপ্রিয়তা পায়। তার বেশ কিছু গল্প পরবর্তীতে নাটক ও চলচ্চিত্র হিসেবে টিভি পর্দায় স্থান করে নিয়েছে। তিনি একজন বিশিষ্ট কলামিস্টও। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডও তাঁর ছত্রছায়ায় গড়ে উঠেছে। মুহম্মদ জাফর ইকবাল এর বই সমগ্র সকল বইপড়ুয়াকেই আকৃষ্ট করে। সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি বহুবার পুরষ্কৃত হয়েছেন। বাংলা একাডেমি পুরষ্কার (২০০৪) এবং শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার (২০০৫) সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও, কাজী মাহবুবুল্লা জেবুন্নেছা পদক (২০০২), শেলটেক সাহিত্য পদক (২০০৩), ইউরো শিশুসাহিত্য পদকসহ (২০০৪) অগণিত পুরষ্কার অর্জন করেছেন গুণী এই সাহিত্যিক।

Read More

Posted by: kiaraadee0198239.blogspot.com

Source: https://www.rokomari.com/book/176561/jokhon-tuntuni-tokhon-chotacchu

Post a Comment

Previous Post Next Post